সংগঠন মজবুত ও কর্মীদের মানোন্নয়নে মালদায় জিআইও-র প্রশিক্ষণ শিবির

মীযান ডেস্ক: সংগঠন সুদৃঢ় করা এবং কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে মালদায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জামাআতে ইসলামী হিন্দের ছাত্রী সংগঠন গার্লস ইসলামিক অর্গানাইজেশন তথা জিআইও। এদিন এই কর্মী প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা সুমাইয়া শেফা ইয়াসমিন বলেন, “ইসলামী জ্ঞানের চর্চা ও তার প্রচার-প্রসার এবং সাংগঠনিক কাজে আমাদের অধিকতর আত্মনিয়োগ সংগঠন তথা ব্যক্তিত্ব উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।” জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক ছাত্রী-যুবতী উক্ত শিবিরে অংশগ্রহণ করে বলে জানান জিআইও-র জেলা সভানেত্রী সিরাজুম মুনিরা।

জামাআতের মহিলা শাখার মালদা জেলার সভানেত্রী নিলুফা ইয়াসমিন বলেন, “বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে পড়ে আজকের ছাত্রী ও যুবতীরা অনেক সময় অন্যায় ও অপকর্মের স্রোতে গা ভাসিয়ে চলেছে। অশ্লীলতা, পর্দাহীনতা, অবৈধ সম্পর্ক স্থাপনের মতো বিভিন্ন রকম চরিত্র ধ্বংসকারী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ নিজেদের চরিত্র ও ক্যারিয়ার নষ্ট করে ফেলছে”।

Women Empowerment বা “নারীর সক্ষমতা”-র বিভিন্ন পন্থা ও পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন জামাআতের মালদা জেলার সম্পাদক মাওলানা আব্দুল ওদুদ সাহেব। “স্বাস্থ্য সচেতনতা ও আমরা” বিষয়ে সংগঠনের চলমান প্রচার অভিযানকে সামনে রেখে সুস্থ দেহ-মন গঠনে ইসলামী দৃষ্টিকোণ পেশ করেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ রহিমা খাতুন।

অনুষ্ঠানে জিআইও-র পরিচিতি, কর্মতৎপরতা ও বর্তমান সমাজে জিআইও-র প্রাসঙ্গিকতা তুলে ধরেন সংগঠনের রাজ্য পরামর্শ পরিষদের সদস্যা মাগফুরা খাতুন। সংগঠনের কর্মীদের মানোন্নয়ন ও নানাবিধ গঠনমূলক কাজে যুক্ত থেকে সমাজ তথা দেশ গঠনে তাদের অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দেন জামাআতের জেলা সভাপতি সেরাজুল ইসলাম সাহেব।

Stay Connected

Advt.

%d bloggers like this: