চতুর্থবার গ্রেফতার ট্রাম্প, ২০ মিনিট জেলে কাটিয়ে ২ লক্ষ ডলার বন্ডে জামিন

মীযান ডেস্ক: চতুর্থবারের জন্য গ্রেপ্তার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আটলান্টা পুলিস। অবশ্য কদিন আগেই তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। ২৮ আগস্ট আত্মসমর্পণের শেষদিন ছিল। তার তিনদিন আগেই জর্জিয়া স্টেট কারাগারে গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। সেখানেই তাঁকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়। যদিও বেশিক্ষণ শ্রীঘরে থাকতে হয়নি ডনকে। মাত্র ২০ মিনিটের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। নির্বাচনে কারচুপি সংক্রান্ত ১৩টি অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে।

২ লক্ষ মার্কিন ডলার বন্ডের বিনিময়ে জামিনে ছাড়া পান। তবে গ্রেপ্তারির আগে নিয়ম মতো তাঁর একটি ছবি তোলা হয়। জেলে ঢোকার আগে সব কয়েদির ক্ষেত্রেই যেমনটা করা হয়ে থাকে। সেই ছবিটি ইতিমধ্যেই আমেরিকার রাজনীতিতে আলোড়ন তৈরি করেছে। কারণ, ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় বন্দিদশার ছবিটি বীরদর্পে শেয়ার করেছেন। একইসঙ্গে সমর্থকদের বার্তা দিয়েছেন নতি স্বীকার না করার জন্য। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে পুনরায় লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

বলাই বাহুল্য এবারেও অন্য রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন তিনি। পার্টির প্রার্থী নির্বাচনের ভোটাভুটিতে জিতে গেলে ২০২৪ –এর নির্বাচনে আবারও বাইডেন বনাম ট্রাম্পের লড়াই দেখা যাবে। উল্লেখ্য, ২০২০-র ভোটে হেরে যাওয়াটা মোটেই ভালোভাবে নেননি তিনি। পরাজয়ের গ্লানি এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। যার ফল স্বরূপ ট্রাম্পের বিদায়কালে তাঁর ক্ষুব্ধ সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল হিল অভিযান করে ব্যাপক তাণ্ডব চালায়। যদিও তাঁর অভিযোগ প্রমাণিত হয়নি। ‌উল্টে ট্রাম্পের বিরুদ্ধেই নির্বাচনের ফলাফলে কারচুপির চেষ্টার অভিযোগ ওঠে। সেই মামলার ভিত্তিতেই এদিন গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।

বিচার ব্যবস্থার জন্য উপহাস, জামিন পেয়ে বললেন ট্রাম্প

গ্রেফতারের পর পুরো ঘটনাকে ‘বিচার ব্যবস্থার জন্য উপহাস’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার বিরুদ্ধে করা এ মামলাকে তিনি ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তার দাবি, তিনি কোনো ভুল করেননি। এদিন গ্রেফতারের পর জামিনে ছাড়া পাওয়ার পর ট্রাম্প এ দাবি করেন।

জর্জিয়া প্রদেশের রাজধানী আটলান্টা ত্যাগের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমি কোনো ভুল করিনি। তারা যা কিছু করছে তা হল নির্বাচনে হস্তক্ষেপ।’

Stay Connected

Advt.

%d bloggers like this: