মীযান ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে আদালতে আত্মসমর্পণের ঘোষণা করলেন। ২০২০ সালের নির্বাচনে নিজের পরাজয় ঠেকাতে জার্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এক মামলায় পরশু বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি এই ঘোষণা দিয়ে বলেন, আমি জর্জিয়া প্রদেশের আটলান্টায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করব। তবে তিনি এও বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিরোধী রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও তিনি বলেছেন, দলীয় প্রার্থী মনোনয়নে তিনি প্রথা মেনে প্রতিপক্ষের সঙ্গে তর্কে অবতীর্ণ হবেন না। পাশাপাশি তিনি এই মামলাকে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আটলান্টার ফুল্টন কাউন্টি কোর্টে তিনি আত্মসমর্পণ করবেন। তারপর তাকে জেলেও পাঠানো হতে পারে। তবে তিনি অবশ্যই জামিন চাইবেন। সোমবার ট্রাম্পের আইনজীবী ও ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি অফিসের সঙ্গে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামালা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প। এই মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাইজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্কও রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।
ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি ফানি উইলিস জানান, এ মামলায় ট্রাম্পসহ বাকিদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারকরা তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি তাদের ২৫ আগস্ট পর্যন্ত আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।