মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য হালকার উদ্যোগে জেলা নাযিমা, সহকারী জেলা নাযিমা এবং অঞ্চল/ব্লক নাযিমাদের নিয়ে হাওড়ার উলুবেড়িয়ায় দুই দিনের সাংগঠনিক তারবিয়াতি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল। জামাআতের জেলা অফিসে গত ১১-১২ নভেম্বর এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হালকা ডা: মসিহুর রহমান। রাজ্য সেক্রেটারি মওলানা এএফএম খালিদ সাহেবের দারসে কুরআনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। প্রারম্ভিক ভাষণ প্রদান করেন আমীরে হালকা সাহেব। নাযিমে ইজতেমা হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাওড়ার সহকারী জেলা নাযিম জুলফিকার আলী মোল্লা।
মহিলা বিভাগের ২০২৩-২৭ কার্যকালের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা পেশ করেন রাজ্য মহিলা সম্পাদিকা মঞ্জুরা খাতুন। রাজ্যের মহিলাদের মধ্যে জামাআতের কাজের অবস্থা, সাংগঠনিক শক্তি, আগামীর প্রত্যাশা সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন সেক্রেটারি হালকা মসিউর রহমান সাহেব। দু-দিনের সাংগঠনিক প্রোগ্রামে মারকায জামাআতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদিকা আরিফা পারভিন, কেন্দ্রীয় মহিলা কমিটির সদস্য ফাকিরা আতিক। মিকাতী পরিকল্পনা – আবশ্যিক ও বুনিয়াদি কাজ, টিম স্পিরিট নিয়ে কাজ ও তার শক্তিশালী করা বিষয়ে আলোকপাত করেন কেন্দ্রীয় সহ-সম্পাদিকা আরিফা পারভিন। রুহানিয়াতের উন্নয়ন – আন্দোলনের চালিকাশক্তি ও আমাদের উন্নতি, দেশীয় সমস্যা সমাধানে আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন ফাকিরা আতিক।
এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্য সহ-সম্পাদিকা নাঈমা আনসারী, প্রাক্তন রাজ্য সম্পাদিকা রেহেনা সুলতানা-সহ বিভিন্ন জেলার নাযিমা ও সহকারী জেলা নাযিমাগণ।
দ্বিতীয় দিন বাদ ফজর তাজকীর বিল কুরআন পেশ করেন হাওড়া জেলার নাযিম নূর আহমেদ মোল্লা। দারসে কুরআন পেশ করেন রুকনে জামাআত মফিজুল মিদ্দে। সাংগঠনিক প্রশ্নোত্তর, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা ইত্যাদি ছিল ক্যাম্পের গুরুত্বপূর্ণ দিক।