দুর্নীতির তদন্তের মুখে বাইডেন-পুত্র হান্টার

মীযান ডেস্ক:  অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হল। আমেরিকার অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এ প্রসঙ্গে জানান, ডেলাওয়্যার প্রদেশের শীর্ষ বিচারবিভাগীয় কর্মকর্তা ডেভিড ওয়েইস এই তদন্ত পরিচালনা করবেন। তদন্তের সুবিধার্থে তাঁকে অতিরিক্ত ক্ষমতা প্রদানসহ ‘বিশেষ কৌঁসুলি’র পদমর্যাদা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তদন্ত শেষে এ সংক্রান্ত রিপোর্ট মার্কিন বিচার মন্ত্রকে জমা দেবেন ডেভিড ওয়েইস। তার ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রক। প্রেসিডেন্ট বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন একজন বড় মাপের ব্যবসায়ী। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ওই আট বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে ভাইস-প্রেসিডেন্ট বাবার পদের প্রভাব খাটিয়েছেন তিনি। অভিযোগে এও বলা হয়েছে, বিদেশি পার্টনার সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবাকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝে মাঝে পার্টনারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন তৎকালীন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: