গাজায় আমরা হারছি, নেতানিয়াহুকে সরানোর ডাক সাবেক ইহুদি সেনাপ্রধানের

মীযান ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে ইজরায়েলের পরাজয়ের কথা স্বীকার করতে বাধ্য হচ্ছেন খোদ ইহুদি সমর বিশেষজ্ঞরাই। তাদের সাবেক সেনাপ্রধান ড্যান হালুতজ বলেছেন, গাজা উপত্যকায় ইজরায়েল রীতিমতো পরাজিত। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, একথা অনস্বীকার্য যে, হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে যাচ্ছি। তাঁর কথায়, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে না সরাতে পারলে গাজায় জেতা সম্ভব নয়।

তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু পদত্যাগ করলে সেটিই হবে আমার দৃষ্টিতে বিজয়ের একমাত্র স্বরূপ। জেনারেল হালুতজ বলেন, ‘চলমান যুদ্ধে বিজয়ের আশা করা বাতুলতা মাত্র। কারণ, আমরা ইতিমধ্যে অন্তত ১৩০০ ইহুদির জীবন হারিয়েছি। হামাসের কাছে জিম্মি থাকা ২৪০ জনের মধ্যে অনেকেই ফিরে এলেও এ পর্যন্ত আনুমানিক দুই লাখ মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে পারছে না।’ হামাসের রকেট হামলার ভয়ে গাজার আশপাশের বহু শহর এবং লেবাননের হিজবুল্লাহর হামলার ভয়ে উত্তর ইজরায়েলের বহু এলাকার ইহুদি অধিবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে।

ইজরায়েলি সাবেক সেনাপ্রধান জেনারেল হালুতজের এই বিতর্কিত সাক্ষাৎকার চ্যানেল-৭ এ সম্প্রচারিত হয়েছে। গত সপ্তাহে তিনি ইজরায়েলের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে বলেছিলেন, সময় দ্রুত চলে যাচ্ছে। গাজায় আটক ইজরায়েলি বন্দিদের জীবদ্দশায় ফিরিয়ে আনা এখনও সম্পন্ন হয়নি। হামাসকে নির্মূল করার স্বপ্ন কখনও বাস্তবায়িত হবে না বলেও জানিয়েছেন জেনারেল হালুতজ।

Stay Connected

Advt.

%d bloggers like this: