মীযান ডেস্ক: লোহিত সাগরে ১০ হুথি বিদ্রোহী হত্যার ঘটনায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন। দেশটির পার্লামেন্ট এই ঘোষণায় বলেছে, লোহিত সাগরের পানিসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যেকোনও সামরিক উপস্থিতি প্রতিহত করতে দৃঢ় সংকল্প ইয়েমেন।
ইয়েমেনের পার্লামেন্ট সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইজরায়েলি গণহত্যায় পৃষ্ঠপোষকতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বে সংঘাতের বিস্তার ঘটাতে চায়। রবিবার লোহিত সাগরে মার্কিন ও ইয়েমেনি নৌবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনটি ইয়েমেনি গানবোট ডুবে যায় এবং ইয়েমেনের নৌবাহিনীর ১০ কর্মকর্তা নিহত হন।
ইয়েমেন তাদের গানবোটের ওপর মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকলে লোহিত সাগরে ইজরায়েলগামী জাহাজে পালটা হামলা বাড়বে। আঞ্চলিক দেশগুলোও সতর্ক করে দিয়ে বলেছে, গাজা যুদ্ধ এখনই বন্ধ করা না গেলে মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও সংঘাত ছড়িয়ে পড়বে।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে ইজরায়েল। এরপর থেকেই লোহিত সাগরে ইজরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। ইজরায়েলকে গাজাবাসীর ওপর আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য ইয়েমেন ওই পদক্ষেপ নিয়েছে।