এবারও উচ্চমাধ্যমিকেও ভাল ফলাফল বেস আন-নূর মডেল স্কুলের

মীযান ডেস্ক: উত্তরবঙ্গের অত্যন্ত সুপরিচিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বেস আন-নুর মডেল স্কুল প্রতি বছরের মতো এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১১৪ জন এবং কলা বিভাগ থেকে ৭৭ জন অর্থাৎ মোট ১৯১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাস করেছে ১৮ জন। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৯০ জন। ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৬৫ জন। বেস আন-নূর মডেল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সামিনুর মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৯৪.৪ শতাংশ। কলা বিভাগ থেকে ৯৪.৬ শতাংশ  নম্বর পেয়ে প্রথম হয়েছে মোহাম্মদ হেমায়েত রহমান। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে কলা বিভাগের ছাত্রী ফিরদৌসী পারভিন (৯৪ শতাংশ)।

  

ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেস আন-নূর মডেল স্কুলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। তিনি জানিয়েছেন, “আমাদের প্রতিষ্ঠানের উজ্জ্বল ফলাফলের পিছনে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পতাকা শিল্পগোষ্ঠী। পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজসেবী মোস্তাক হোসেন সাহেবে পৃষ্ঠপোষকতা ও তাঁর পরিকল্পনায় গড়ে ওঠা জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান আইএএস নুরুল হকের পরামর্শে আমরা নিরলস চেষ্টা করে চলেছি। আমাদের অনেক ছাত্রছাত্রী জিডি মেরিট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Stay Connected

Popular News

Advt.

%d bloggers like this: